রাজশাহীর পবা উপজেলা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খড়খড়ি বাইপাসের সিদ্দিক মার্কেটে ফিতা কেটে এ কার্যালয়ের উদ্বোধন করেন বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনকে বেগবান করাই এখন বিএনপির মূল লক্ষ্য। এই কার্যালয় থেকে পবা উপজেলা বিএনপি সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করবে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এখানে বসে আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করবেন। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি আন্দোলনের মাধ্যমে এ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে। নতুন কার্যালয়টি হবে তৃণমূল নেতাকর্মীদের মিলনমেলা এবং আন্দোলনের সমন্বয়কেন্দ্র।’
উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নাফ, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রিজাউল করিম ও সদস্য সচিব মোখলেসুর রহমান রেন্টু, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মজিবুর রহমান, দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কনক ও সদস্য সচিব নওশাদ আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রশিদ বাবলু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রমজান আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ ছোটসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতারা জানান, নতুন কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে পবা উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এই কার্যালয় থেকে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন করবে।