০৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ০৪:২২:৫৭ অপরাহ্ন
নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি ক্ষমতায় আসবে : দুদু
  • আপডেট করা হয়েছে : ০৮-০৯-২০২৫
নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি ক্ষমতায় আসবে : দুদু

নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।


সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


শামসুজ্জামান দুদু বলেন, ‘হাসিনা টাকা লুটপাট করেছেন, গণহত্যা করেছেন।


মনে করছেন ভারতে গিয়ে রক্ষা পাবেন। কিন্তু জনগণের আদালতে বিচার এড়ানো যাবে না।’

শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘৭২ থেকে ৭৫ পর্যন্ত ছিল আরেকটি কালো সময়। রক্ষীবাহিনী গড়ে তুলে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছিল।


দুর্ভিক্ষে ১০ লাখ মানুষ মারা যায়। শেখ পরিবার হলো লুটেরা আর খুনিদের পরিবার।’

তিনি দাবি করেন,  ‘শেখ মুজিব নন, বাংলার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান।’


চলমান আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, ‘চব্বিশের আন্দোলনে এক মাসে সাড়ে চার শ মানুষ শহীদ হয়েছে।


অথচ যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমার ছেলে-মেয়ে হলে থাপড়িয়ে দাঁত ফেলে দিতাম।’

তিনি বলেন, ‘বিএনপির মধ্যে লুটপাট ও দুর্নীতি নেই, জনগণ সব সময় বিএনপির সঙ্গেই আছে।’


শেয়ার করুন