০৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ০৮:৪৬:০৭ পূর্বাহ্ন
বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগের নেতা
  • আপডেট করা হয়েছে : ০৮-০৯-২০২৫
বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে গিয়ে আটক নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে শ্রেণিকক্ষ থেকে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।


আটক শেখ সাজ্জাদ হোসাইন রুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।


শিক্ষার্থীরা জানান, সাজ্জাদসহ ছাত্রলীগের কয়েকজনকে রুয়েটে পুনর্বাসনের চেষ্টা চলছে।


এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের দাবি, ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করা যাবে না এবং অভিযুক্ত ব্যক্তিদের পাশাপাশি মদদদাতাদেরও শাস্তি দিতে হবে। 

তারা আরো জানান, কয়েক দিন ধরে সাজ্জাদ ক্লাসে আসছিলেন। আজ সকালে তিনি ক্লাসে উপস্থিত হলে শিক্ষার্থীরা তাকে ধরে প্রথমে ছাত্রকল্যাণ দপ্তরে নিয়ে যান।


পরে পুলিশে সোপর্দ করা হয়।

রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার বলেন, ‘বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ছাত্রলীগ নেতাকে ক্লাস থেকে ধরে এনে আমাদের দপ্তরে দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।


মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, রুয়েট থেকে একজনকে সোপর্দ করা হয়েছে। তার নামে কোনো মামলা আছে কি না, তা দেখা হচ্ছে। তবে রুয়েট কর্তৃপক্ষ কোনো অভিযোগ দেয়নি।


শেয়ার করুন