২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ০১:০৮:৪৯ অপরাহ্ন
গোপালগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ২
  • আপডেট করা হয়েছে : ২০-০১-২০২৬
গোপালগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। সোমবার রাত পৌনে ৮টায় কাশিয়ানীর মাঝিগাতী বাজার সংলগ্ন জয়নগর-ব্যাসপুর সড়ক থেকে তাদের আটকের পর থানায় সোপর্দ করা হয়।


কাশিয়ানীর ভাটিয়াপাড়া র‍্যাব ক্যাম্প-৬ জানায়, সোমবার রাত পৌনে ৮টার দিকে কাশিয়ানী থানাধীন মাঝীগাতী বাজার সংলগ্ন জয় নগর-বাসপুর সড়ক এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।


আটককৃতরা হলেন, নূরুল আলম (৪১) ও মো. আবু তাহের (৪৪)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। এই বিপুল পরিমাণ মাদক বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

র‍্যাব আরো জানায়, আটকের পর তাদের কাশিয়ানি থানায় হস্তান্তর করা হয়।


পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের এবং সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। 


শেয়ার করুন