২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১২:১৮:২৪ অপরাহ্ন
বাবা হলেন সৌম্য সরকার
  • আপডেট করা হয়েছে : ২০-০১-২০২৬
বাবা হলেন সৌম্য সরকার

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটার সৌম্য সরকার ও তার স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা। সামাজিক যোগাযোগমাধ্যম এই ঘোষণা দিয়েছেন সম্প্রতি বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলা এই ব্যাটার।



সৌম্যর ফেসবুক পোস্টেই স্পষ্ট, বাবা হলেন তিনি। স্ত্রীর সঙ্গে দেওয়া একটি ছবিতে সৌম্য পরা আছেন একটি কালো টি-শার্ট আর কালো ক্যাপ। তার স্ত্রী প্রিয়ন্তী দেবনাথের মাথায়ও কালো ক্যাপ।


সৌম্যর টি-শার্ট আর ক্যাপে সাদা অক্ষরে লেখা ‘ড্যাড’ (বাবা) আর প্রিয়ন্তির ক্যাপে লেখা ‘মম’ (মা)। সৌম্যর স্ত্রীর এক হাতে আবার ছোট্ট দুটি মোজা ধরা। এতেই স্পষ্ট, দুজনের ঘরে আসছে নতুন অতিথি।


সৌম্য ও প্রিয়ন্তির জন্য খবরটি বড় আনন্দের। তাই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সৌম্য। খবরটি দিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘নতুন অধ্যায় শুরু করছি।’




প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল সৌম্য ও প্রিয়ন্তির। এরপর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি তারা বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। খুলনার তুতপাড়া এলাকার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজা।


শেয়ার করুন