দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বয়লারে ফাটলের কারণে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১৯ জানুয়ারি) তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার সকাল ১১টা ১৫ মিনিটে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটিও বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে কেন্দ্রটির তিনটি ইউনিটই অচল হয়ে পড়ে।
তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক সোমবার বলেন, ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটি চারটি ইউনিট আছে। সবশেষ ইউনিটটি রোববার দুপুরে বন্ধ হয়ে গেছে। ফলে এই কেন্দ্রে আর কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই কেন্দ্রে রয়েছে দুটি ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট এবং একটি ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। দুই নম্বর ইউনিট পুরোপুরি বিকল হয়ে ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। তখন থেকেই এক এবং তিন নম্বর ইউনিট উৎপাদনে টিকে ছিল। ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন তিন নম্বর ইউনিট ওভারহোলিং এর কারণে গত বছরের অক্টোবর থেকে বন্ধ আছে। এটি চালু করতে আরও প্রায় দুই মাস লাগতে পারে। রোববার বন্ধ হয়ে পড়ে এক নম্বর ইউনিট।
প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, বয়লারের যে অংশের টিউব ফেটে গেছে সেখানকার তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াস। সেটা ঠান্ডা হওয়ার পর ভিতরে প্রবেশ করে ফাটলের অংশ শনাক্ত করার পর অবস্থা বুঝে যত দ্রুত সম্ভব সময়ে তা চালু করার চেষ্টা করা হবে। সেখানে হাজার হাজার টিউব আছে। যদি চার-পাঁচটা টিউবে ফাটল হয় তাহলে সময় কম লাগবে, বেশি হলে বেশি সময় লাগবে।

