২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০২:৫২:০০ পূর্বাহ্ন
দুবাই থেকে আসছে সাড়ে ৩০ লাখ টাকার বিপিএল ট্রফি
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২৫
দুবাই থেকে আসছে সাড়ে ৩০ লাখ টাকার বিপিএল ট্রফি

সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে হাজার হাজার বেলুন উড়িয়ে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুই ম্যাচের মাঝেই সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। তবে উদ্বোধনী দিনে বিপিএলের নতুন ট্রফির দেখা মেলেনি।

বিপিএল শুরুর আগেই ট্রফি বাংলাদেশে আসলেও সেটি বিপিএল গভর্নিং কাউন্সিলের পছন্দ হয়নি। ফলে নতুন করে ট্রফি তৈরির সিদ্ধান্ত নেয় বিসিবি। এ বিষয়ে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, “আগের ট্রফিটা ছিল গতানুগতিক। সেটার পরিবর্তে নতুন একটা ট্রফি আনা হয়েছিল, কিন্তু সেটাও আমাদের মান অনুযায়ী হয়নি।”

তিনি আরও বলেন, “এ কারণে আবার নতুন করে ট্রফি বানানো হচ্ছে। খুব দ্রুতই ট্রফিটা আমাদের হাতে আসবে। কম সময়ের মধ্যে পরিবর্তন করতে হয়েছে। আশা করছি, এবারকার ট্রফিটা সবার ভালো লাগবে। এখন পর্যন্ত আপনারা যে ট্রফিগুলো দেখেছেন, তার মধ্যে এটি হবে সেরা।”

বিসিবি সূত্র জানায়, দুবাইয়ে ডায়মন্ডখচিত এই ট্রফি তৈরি করা হচ্ছে। এতে খরচ হচ্ছে প্রায় ২৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩০ লাখ টাকার বেশি। মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, “ট্রফিটা অর্ডার করা হয়েছে। ডায়মন্ডখচিত ট্রফি বানাতে সময় লাগছে। তাই পেতে একটু দেরি হচ্ছে। তবে খুব দ্রুতই চলে আসবে। ট্রফিটা দেখলে সবারই ভালো লাগবে বলে আশা করছি।”

এবার বিপিএলের জন্য দুটি ট্রফি আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, “আমরা দুইটা ট্রফি আনছি। একটি চ্যাম্পিয়ন দলের জন্য দেওয়া হবে, আরেকটি বিসিবিতে রাখা হবে। একটির বদলে দুটি আনলে খরচ তুলনামূলক কম পড়ে। এতে একটি স্মারক হিসেবে বিসিবিতে থাকবে, আর একটি নিয়ে যাবে চ্যাম্পিয়ন দল।”

সব মিলিয়ে মাঠে খেলা শুরু হলেও বিপিএলের ঝলমলে নতুন ট্রফির জন্য অপেক্ষায় থাকছেন ক্রিকেটপ্রেমীরা।

শেয়ার করুন