২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:২৪:২৬ অপরাহ্ন
তুরস্কে ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্য গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২৫
তুরস্কে ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্য গ্রেপ্তার

আসন্ন ইংরেজি নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে সম্ভাব্য বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কা থেকে তুরস্কজুড়ে এক বিশাল নিরাপত্তা অভিযান চালিয়ে ১১৫ জন সন্দেহভাজন আইএস (ইসলামিক স্টেট) সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 


দেশটির ১২৪টি স্থানে একযোগে পরিচালিত এই অভিযানে অংশ নেয় তুরস্কের বিশেষ নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, উৎসব চলাকালীন জনসমাগমপূর্ণ স্থানে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতেই এই আগাম সতর্কতা ও সাঁড়াশি অভিযান চালানো হয়। তুরস্ক কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ধৃত ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং আইএসের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক নথিপত্র উদ্ধার করা হয়েছে।


ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা তুরস্কের অভ্যন্তরীণ শাখার পাশাপাশি দেশের বাইরে অবস্থানরত আইএস সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছিল। তাদের বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা এবং জঙ্গি কার্যক্রমে মদত দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। 


এর মাত্র দুই দিন আগে তুরস্কের গোয়েন্দা সংস্থা আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে সশস্ত্র গোষ্ঠী আইএসের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান চালিয়েছিল। ওই অভিযানে আইএসের হয়ে কাজ করার অভিযোগে একজন তুর্কি নাগরিককে গ্রেপ্তার করা হয়, যার বিরুদ্ধে নববর্ষের উৎসবকে কেন্দ্র করে হামলার ষড়যন্ত্রে লিপ্ত থাকার প্রমাণ মিলেছে।


বর্তমানে সিরিয়ার কিছু অংশে আইএস এখনো সক্রিয় রয়েছে এবং তুরস্কের সঙ্গে সিরিয়ার সীমান্ত প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ হওয়ায় দেশটিতে অনুপ্রবেশের ঝুঁকি সব সময় বিদ্যমান। এই নিরাপত্তা সংকট মোকাবিলায় ইস্তাম্বুলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানিয়েছেন, আইএস সদস্যদের নির্মূল করতে তারা যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। 


তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বছরের শেষ সময় পর্যন্ত দেশটির পর্যটন এলাকা এবং জনাকীর্ণ স্থানগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা তল্লাশি অব্যাহত থাকবে।


সূত্র: আল জাজিরা

শেয়ার করুন