চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মো. নাসিম উদ্দিন নামের এক হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বোয়ালখালী থানায় মামলাটি রেকর্ড করা হয়। এর আগে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ভুক্তভোগীর ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত চিকিৎসক ডা. মো. নাসিম উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার ফুলতলে অবস্থিত ‘বোয়ালখালী জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যক্তিগতভাবে রোগী দেখেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর দিবাগত রাতে ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে এ ঘটনা ঘটে। সেদিন ভুক্তভোগী নারী তার শ্বশুরকে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যান। স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক শ্বশুরকে চেম্বার থেকে বের হয়ে যেতে বলেন এবং ওষুধ বুঝিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে একা থাকতে বলেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ সময় চিকিৎসক ওষুধ বুঝিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে বিভিন্ন অপ্রাসঙ্গিক ও অশালীন প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে যৌন উদ্দেশ্যে জোরপূর্বক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। পরিস্থিতি বুঝতে পেরে ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবে চেম্বার থেকে বের হয়ে আসেন।
ভুক্তভোগীর ভাই মো. ইসমাইল হোসেন জানান, সামাজিক সম্মান ও পারিবারিক মর্যাদার কথা বিবেচনা করে তার বোন প্রথমে ঘটনাটি কাউকে জানাননি। পরে ২২ ডিসেম্বর একই চিকিৎসকের কাছে পুনরায় শ্বশুরকে চিকিৎসা করাতে যাওয়ার প্রসঙ্গে বিষয়টি উঠে এলে তিনি পরিবারের কাছে পুরো ঘটনা প্রকাশ করেন। এরপর ২৩ ডিসেম্বর রাতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. মো. নাসিম উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। খুদেবার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।
মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

