বেরসিক বৃষ্টিতেই শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি বৃষ্টির কারণে নেমে আসে মাত্র ৫ ওভারে। যেখানে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে রাজশাহী তুলেছিল ৩ উইকেটে ৬০ রান, যে রান ৩ বল আগেই তাড়া করেছে ঢাকা মেট্রো।
এদিন রাজশাহীর হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সাব্বির রহমান। এই হার্ডহিটার ব্যাটার ১৫ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার সঙ্গী মেহেরব হোসেন অহিনের ৯ বলে ২ চারে ১৫ রানের ইনিংসে ৩ উইকেটে ৬০ রান তুলতে পেরেছিল রাজশাহী। রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মেরেছেন ‘গোল্ডেন ডাক’।
ছোট টার্গেটে ব্যাটিংয়ে নেমে ঢাকা মেট্রোকে একাই ম্যাচ জিতিয়েছেন ওপেনার মাহফিজুল ইসলাম। তার ১২ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩০ রানের অপরাজিত ইনিংসে রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে ঢাকা মহানগর। শেষ ওভারে মেট্রোর প্রয়োজন ছিল ১০ রান। রাজশাহীর ফাস্ট বোলার নাহিদ রানার করা ওভারের প্রথম দুই বলেই চার মারার পর তৃতীয় বলে দুই রান নিয়ে বাকি কাজটা সারেন মাহফিজুল।
তিনি ছাড়া ঢাকার অন্য কোনো ব্যাটসম্যান ১০ রানের গণ্ডিও পার হতে পারেননি। অধিনায়ক নাঈম শেখ ৮ বলে ১ চারে ৭ রান করেন। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন ৪ বলে ১ বাউন্ডারিতে ৬ রান। আবু হায়দার রনির ব্যাট থেকে এসেছে ৪ বলে ১ ছক্কায় ৮ রান। এসব ছোট ইনিংস আর অতিরিক্ত থেকে আসা ১০ রান মাহফিজুলের কাজটা সহজ করে দিয়েছে।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে সিলেট ও রংপুর বিভাগের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে ম্যাচটির একটি বলও মাঠে গড়ায়নি, পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী বিভাগ: ৫ ওভারে ৬০/৩ (সাব্বির ৩৩*, মেহেরব ১৫*; আরিফ ২/৬, আবু হায়দার ১/২২)।
ঢাকা মহানগর: ৪.৩ ওভারে ৬১/৩ (মাহফিজুল ৩০*, আবু হায়দার ৮; শফিকুল ২/২৩, আসাদুজ্জামান ১/১৭)।
ফল: ঢাকা মহানগর ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাহফিজুল ইসলাম।