বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয়ে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনটি করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), যা বিএনপির অঙ্গসংগঠন। অনুষ্ঠানটি ১৩ সেপ্টেম্বর শনিবার রাত ৮টায় নওগাঁ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস নওগাঁ জেলা শাখার সভাপতি বারীউল আলম বাবু ও সাধারণ সম্পাদক এস.কে.এম ইকবাল। এছাড়াও জেলা জাসাসের কর্মী এবং স্থানীয় সাংস্কৃতি প্রেমী জনতা উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মূলত জাতীয়তাবাদী আদর্শে বাংলাদেশের সকল জনগোষ্ঠীর মধ্যে সংস্কৃতিকে পৌঁছে দেয়ার জন্য কাজ করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে মানুষের মাঝে দেশপ্রেম ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানটি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়। স্থানীয় ও অতিথি শিল্পীরা দেশাত্মবোধক, আধুনিক ও লোকসংগীত পরিবেশন করেন। দর্শকরা পুরো অনুষ্ঠান জুড়ে প্রাণবন্ত পরিবেশে সংগীত উপভোগ করেন এবং করতালিতে শিল্পীদের উৎসাহিত করেন।
উক্ত সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আরও প্রাণবন্ত ও সৃষ্টিশীল হয়ে ওঠে।