১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ০১:২২:৫৪ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা, গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ১৪-০৯-২০২৫
চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা, গাঁজাসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ মো. ইব্রাহীম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বারঘরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ইব্রাহীম জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর মিস্ত্রীপাড়া গ্রামের সায়েদ আলীর ছেলে। 


রবিবার সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বারঘরিয়া বাজারে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ২০০ পিস ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজাসহ ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে।


শেয়ার করুন