ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সড়ক ও রেলপথ অবরোধ করায় দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচলে বিপর্যয় দেখা দিয়েছে। এতে রাজবাড়ীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রেলস্টেশন এবং রাজশাহী ও বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজবাড়ী রেলস্টেশনে এসে পৌঁছায় ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেন। নির্ধারিত সময় অনুযায়ী ট্রেনটি দুপুর ২টার দিকে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছানোর কথা ছিল।
কিন্তু বিকেল ৪টা গড়িয়ে গেলেও ট্রেনটি এখনো রাজবাড়ী স্টেশনেই আটকে রয়েছে। এতে ট্রেনে থাকা যাত্রীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
ট্রেনের যাত্রীরা বলেন, দীর্ঘ সময় ধরে স্টেশনে আটকে থাকলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য বা আশ্বাস দেওয়া হচ্ছে না। তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে ট্রেন চলাচল শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মধুমতী এক্সপ্রেসের চালক সরোয়ার আলম বলেন, ‘শুধু রাজবাড়ী নয়, ঢাকাগামী এবং ঢাকা থেকে দক্ষিণাঞ্চলমুখী অধিকাংশ ট্রেনই বিভিন্ন স্টেশনে আটকে আছে। কখন চলাচল স্বাভাবিক হবে, তা এখনো অনিশ্চিত।’
একই কথা জানিয়েছেন রাজবাড়ী রেলস্টেশন মাস্টার তন্ময় দত্ত। তিনি রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে জানান, এখানো কোনো সিদ্ধান্ত তারা পাননি।
ফলে রাজবাড়ী-ফরিদপুর, রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকাগামী আন্ত নগর ট্রেনগুলো চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চালাচল স্বাভাবিক হবে।