নওগাঁয় স্ত্রীকে ‘খুন’ করে সিলেটে লুকিয়েছিলেন স্বামী। তবে রক্ষা হয়নি, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চৈলাখেল নিজপাট এলাকায় র্যাব-৯ ও র্যাব-৫ এর টিম যৌথ অভিযান পরিচালনা করে স্ত্রী ‘হত্যাকারী’ মো. তানভীর চৌধুরী (২৬) নামের যুবককে গ্রেফতার করে।
তানভীর গাজিপুর জেলার কাশিমপুর থানার সারদাগঞ্জ গ্রামের বাবুল চৌধুরীর ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় জানান- খুনের শিকার মোছা. জুথি নওগাঁ জেলার নওগাঁ সদর থানার শালুকা সরকারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। প্রথম বিয়ের পর স্বামীর সঙ্গে গাজীপুরে গার্মেন্টসে চাকরির জন্য সেখানে ভাড়া বাসায় বসবাস করতেন। গাজীপুরের শ্রীপুরে তানভীরের কাপড়ের দোকানে কাপড় কিনতে যাওয়ার সূত্রে তার সঙ্গে জুথির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে তিনি প্রথম স্বামীকে তালাক দিয়ে তানভীরকে বিয়ে করে শ্রীপুর এলাকায় ভাড়া বাসা নিয়ে দুজন বসবাস শুরু করেন। কিন্তু বিয়ের পর জুথি জানতে পারেন- তানভীরের আগের একটি স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
বিষয়টি নিয়ে স্বামীর সঙ্গে বিবাদের সৃষ্টি হলে জুথিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করেন তানভীর। একপর্যায়ে জুথিকে বাসা থেকে তাড়িয়ে দেন তানভীর। তারপর থেকে জুথি নওগাঁতে তার বাবার বাড়িতে বসবাস করতেন।
পরবর্তীতে নওগাঁ কোর্টে তার স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ ও খোরপোষ মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর সকালে জুথি তার মাকে নিয়ে মামলার হাজিরা দিতে নওগাঁ কোর্টে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ সদর মডেল থানার ভবানীপুর কাঠালতলী মোড়ে মেইন রাস্তায় পৌঁছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা তানভীর ও তার ২/৩ জন সহযোগী অজ্ঞাতনামা আরও ২/৩ জন মিলেন জুথিদের পথরোধ করে কোর্ট থেকে মামলা তুলে নিতে বলেন। তিনি জুথি অসম্মতি জানালে তানভীর ও তার সঙ্গীরা তাকে (জুথি) ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।
স্থানীয়রা পরে জুথিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর জুথির মা বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে এ বিষয়ে তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান শুরু করে র্যাব এবং ঘটনার দেড় দিনের মাথায়-ই জুথি হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ মামলার অন্য আসামিদের গ্রেফতারেও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, গ্রেফতারকৃত তানভীরকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম সোহাগ।