ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলমগীর সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৯টায় শহরের ভান্ডারা মহল্লায় নিজের বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ৫ আগস্টের পর থেকে স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে গেলেও আলমগীর সরকার নিজ বাড়িতে অবস্থান করে আসছিলেন।
রাণীশংকৈল থানার ওসি আমান আল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই জেল হাজতে পাঠানো হয়েছে।

