১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ০৯:৫৫:৩১ অপরাহ্ন
গাইবান্ধায় বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ১৪-১০-২০২৫
গাইবান্ধায় বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহেল কবির ফারুক (৫০) কে আবারো পুলিশ গ্রেপ্তার করেছে।


সোমবার (১৩ অক্টোবর) রাতে গাইবান্ধা জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


শহীদুল্যাহেল কবীর ফারুক সাদুল্লাপুর উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের সাবেক বিডিআর সদস্য মোশাররফ হোসেন নওশার ছেলে। 


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানান, গোপন সংবাদের ভিক্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।


এর আগে গত বছরের ২২ ডিসেম্বর জেলা শহরের পলাশপাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কিছুদিন পর তিনি জামিনে মুক্তি পান।


শেয়ার করুন