০৫ মে ২০২৫, সোমবার, ১০:৪১:৩০ অপরাহ্ন
১৪ বছর বয়সী বৈভবকে নিয়ে যা বললেন মোদি
  • আপডেট করা হয়েছে : ০৫-০৫-২০২৫
১৪ বছর বয়সী বৈভবকে নিয়ে যা বললেন মোদি

বয়স ১৪ বছর ৩২ দিন। এই বয়সেই আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে ৩৮ বলে ১০১ রান করেন তিনি। এই এক ইনিংসেই রেকর্ডের বন্যা বইয়ে দেন তরুণ এই ব্যাটার। এতেই আলাদাভাবে সবার নজর কেড়েছেন ১৪ বছর বয়সী এই ক্রিকেটার। 


শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও নজরে এসেছেন বৈভব। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বৈভবের প্রশংসা করে মোদি বলেন, 'আমরা সবাই বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স দেখেছি। আইপিএলে অসাধারণ খেলছে। বিহারের ছেলে বৈভব এত অল্প বয়সেও এত বড় রেকর্ড তৈরি করেছে। অনেক পরিশ্রমের ফসল এটা। বিভিন্ন স্তরে ম্যাচ খেলার অভিজ্ঞতাও এক্ষেত্রে কাজে লেগেছে।'


মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে একাধিক নজির গড়েছেন বৈভব। বিশ্বে এত কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড আর কারো নেই। তার এই সেঞ্চুরি দেশটির ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে উল্লেখ করে মোদি বলেন, 'যে যত বেশি খেলবে, তার তত উন্নতি হবে।'


অবশ্য, মোদির এমন প্রশংসার দিনেই ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ভালো করতে পারেননি বৈভব। ২ বলে মাত্র ৪ রানে আউট হয়েছেন তিনি। তার দল রাজস্থান রয়্যালসও শেষ পর্যন্ত কলকাতার কাছে কাছে ১ রানে হেরেছে।


শেয়ার করুন