রাজধানীর ফার্মগেট ও পূর্ব রাজাবাজার এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় আরিফুর রহমান হৃদয় (২৩) নামে এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আটক হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের কর্মী।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, রাত ১০টা ৭ মিনিটের দিকে কারওয়ান বাজার দিক থেকে তিন আরোহী একটি মোটরসাইকেলে এসে ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ও স্থানীয়রা ধাওয়া দিলে তারা পূর্ব রাজাবাজারের মসজিদ গলিতে গিয়ে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় দুজন পালিয়ে গেলেও হৃদয় নামে একজনকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিকের অনুসারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। পূর্ব রাজাবাজার এলাকায় পৌঁছে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, এতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
পরে শেরেবাংলা নগর থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আরিফুর রহমান হৃদয়কে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি ইমাউল হক জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে বিস্ফোরণের উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ ও বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।