রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছেন। মটোরসাইকেল, ভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পুঠিয়া দুইজন যুবক ও দুর্গাপুরে ভ্যানগাড়ি ও ট্রাকের সংঘর্ষে এক ভ্যান চালক নিহত হয়েছে। নিহতরা হলেন মটোরসাইকেল আরোহী দুর্গাপুর উপজেলার কিশমতগনকৌড় ইউনিয়নের আড়ইল গ্রামের আবু ছাইদের ছেলে শাহীন (২৩),আফসার আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫) ও চারঘাট উপজেলার ভ্যানচালক সুজন (৪২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার নিহত দুই যুবক সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউপির তেবাড়িয়া গোডাউন মোড়ে পৌঁছালে ভ্যানের সাথে ধাক্কা খেয়ে সড়কে আছড়ে পড়ে তরা। মুহুর্তের মধ্যে বিপরীত দিক থেকে ছুটে আসা পণ্যবাহী ট্রাকে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন দুই মোটরসাইকেল আরোহী।
এসময় স্থানীয়রা দাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে শাহীন মারা যায়। ও তার সহযোগী দেলোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে মারা যায়। একই সাথে দুই যুবকের মর্মান্তিক মৃত্যুতে নিহতের এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এঘটনায় একটি সড়কদুর্ঘটনা আইনে মামলা হয়েছে। সেই সাথে ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে দুর্গাপুর- শিবপুর প্রধান সড়ক সিংগা ব্রিজ সংল্গ কয়লা বোঝাইকৃত ট্রাকের ধাক্কায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক সুজন নিহত হন।
নিহত সুজনের বাড়ি চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। স্থানীয়রা জানান, ভ্যানচালক সুজন দুর্গাপুরে মালবহন শেষে খালি গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে কয়লা বোঝাইকৃত ট্রাক তার গাড়িকে ধাক্কা দিলে সে ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এতে সে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান। এঘটনায় ঢাকা মেট্রো-ট ১৪-৮৬০৫ ট্রাকটিকে আটক করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।