২২ ডিসেম্বর ২০২৫, সোমবার, ০৬:৪২:৩৭ অপরাহ্ন
রাজশাহী-২ আসনে এবি পার্টির সাঈদ নোমানের মনোনয়নপত্র সংগ্রহ
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২৫
রাজশাহী-২ আসনে এবি পার্টির সাঈদ নোমানের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান। রবিবার(২১ ডিসেম্বর) দুপুরে বিপুলসংখ্যক নেতাকর্মী সাথে নিয়ে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।


নির্বাচন কর্মকর্তা জেবুন্নেছা শাম্মীর কাছ থেকে মুহাম্মদ সাঈদ নোমান নিজে এই ফরম গ্রহণ করেন। এ সময় রাজশাহী মহানগর এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোষিত নির্বাচনী তফশিল অনুযায়ী আজ উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিতরণ করা হয়। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর আগেই প্রয়োজনীয় নথিপত্রসহ রিটার্নিং কর্মকর্তার কাছে তা দাখিল করতে হবে।


মনোনয়নপত্র সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুহাম্মদ সাঈদ নোমান ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শহীদ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, "শহীদ ওসমান হাদির আত্মত্যাগ আমাদের প্রেরণা। তাঁর আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন এবং উন্নত রাজশাহী গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।"


তিনি আরও বলেন, "বিগত দিনে জনগণের যে অধিকার হরণ করা হয়েছে, তা ফিরিয়ে দিতে এবং সুশাসন ও নৈতিক রাজনীতির চর্চায় আমি বদ্ধপরিকর। আমি রাজশাহী-২ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।"


এবি পার্টির নেতাকর্মীরা জানান, সাঈদ নোমানের হাত ধরে রাজশাহীতে নতুন ধারার জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।

শেয়ার করুন