২২ ডিসেম্বর ২০২৫, সোমবার, ০৬:৪৪:৪২ অপরাহ্ন
রাজশাহীতে হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৫
রাজশাহীতে হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা

রাজশাহীতে হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল আটটা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশা ও ঠান্ডা বাতাসে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। দেরিতে খুলছে দোকানপাট, কাজে বের হতে পারছেন না অনেকেই।


রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। এর আগের দিন শুক্রবার (১৯ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


জানা গেছে, শুক্রবার সন্ধ্যা থেকেই উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু করে। রাতভর ঠান্ডা বাতাসের সঙ্গে কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। সকালে সূর্যের দেখা না মেলায় শীত আরও তীব্র আকার ধারণ করে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ।


রাজশাহী নগরীর বুধপাড়া এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা চালক সফিকুল ইসলাম বলেন, “ভোরে কাজে বের হওয়ার কথা ছিল, কিন্তু উঠেই দেখি হিমেল বাতাস বইছে। পরে সকাল সাতটার দিকে বের হয়েছি। বাতাসের কারণে কাজ করা খুব কষ্টকর। হাতে গ্লাভস না থাকলে ঠান্ডায় হাত জমে যায়।”


একই এলাকার স্কুলছাত্রী মাফিন জানায়, “স্কুল বন্ধ থাকলেও কোচিংয়ে যেতে হচ্ছে। শুক্রবার এত শীত লাগেনি, কিন্তু শনিবার শীত অনেক বেশি। হিমেল হাওয়ায় সকালে বাইরে বের হওয়াই কঠিন হয়ে গেছে।”


এদিকে নগরীর বুধপাড়া রেল বস্তিতে বিভিন্ন বয়সী মানুষ খোলা আকাশের নিচে আগুন জ্বালিয়ে শরীর গরম রাখছেন। কেউ চায়ের কাপে হাত গরম করছেন, কেউ মোটা কম্বল গায়ে জড়িয়ে বসে আছেন। বস্তিবাসীদের অভিযোগ, রাজশাহীতে এখনও সরকারি বা বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। ফলে গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে দিন কাটছে তাদের।


রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান বলেন, “শুক্রবারের তুলনায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। শুক্রবার সন্ধ্যা থেকেই হিমেল হাওয়া বেড়েছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এতে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।”


শেয়ার করুন