২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ০৮:১৪:০৭ অপরাহ্ন
‘ভারত যদি বাংলাদেশে নজর দেয়… পাকিস্তানের মিসাইল কিন্তু দূরে নয়’
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৩-১২-২০২৫
‘ভারত যদি বাংলাদেশে নজর দেয়… পাকিস্তানের মিসাইল কিন্তু দূরে নয়’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজ (পিএমএল-এন)-এর এক নেতা ভারতকে সরাসরি হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ভারত যদি বাংলাদেশে কোনো ‘খারাপ উদ্দেশ্যে’ হামলা চালায়, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল দিয়ে জবাব দেওয়া হবে।

এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বানও জানিয়েছেন ওই নেতা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পিএমএল-এন নেতা কামরান সাঈদ উসমানী একটি ভিডিও বার্তায় বলেন,
“যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে হামলা চালায়, অথবা কেউ খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস দেখায়, মনে রাখবে—পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী এবং আমাদের মিসাইল খুব দূরে নয়।”

তিনি আরও বলেন, বাংলাদেশে ভারত যদি ‘অখণ্ড ভারত’ ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান তা সহ্য করবে না।

কামরান সাঈদ উসমানী দাবি করেন, পাকিস্তান অতীতেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজন হলে আবারও তা করতে প্রস্তুত। তিনি অভিযোগ করেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে বাংলাদেশকে হয়রানি করছে এবং বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে।

ভিডিও বক্তব্যে তিনি বলেন, “আমাদের প্রস্তাব হলো—বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে একটি সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানের সামরিক ঘাঁটি এবং পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা দরকার।”

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যদি এমন কোনো সামরিক জোট গঠিত হয়, তাহলে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান সরকার বা ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন