২২ অগাস্ট ২০২৫, শুক্রবার, ০৫:০২:০৯ অপরাহ্ন
হঠাৎ স্মার্টফোনের ডায়ালপ্যাডের ডিজাইন বদলে গেল কেন?
  • আপডেট করা হয়েছে : ২২-০৮-২০২৫
হঠাৎ স্মার্টফোনের ডায়ালপ্যাডের ডিজাইন বদলে গেল কেন?

গুগল তাদের জনপ্রিয় ফোন অ্যাপে এনেছে নতুন “মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ” ডিজাইন। দীর্ঘদিনের পরীক্ষার পর ভার্সন ১৮৬-এর মাধ্যমে এটি বিশ্বের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন নকশায় শুধুই রঙ বা বিন্যাস নয়, ব্যবহারযোগ্যতা এবং অভিজ্ঞতায় এসেছে বড় পরিবর্তন।


হোম পেইজে নতুন বিন্যাস:


প্রিয় নম্বর (ফেভারিটস) এবং সাম্প্রতিক কল (রিসেন্টস) এখন একত্রিত করা হয়েছে। স্টার দেওয়া গুরুত্বপূর্ণ যোগাযোগগুলো স্লাইডার বা ক্যারোসেল আকারে উপরের দিকে থাকবে, এবং নিচে থাকবে কল তালিকা, যা কার্ডের মতো আলাদা বাক্সে সাজানো হয়েছে।


নতুন কীপ্যাড ডিজাইন:


ফোন নম্বর ডায়াল করার কীপ্যাড সরাসরি অ্যাপের মধ্যবর্তী পাতায় থাকবে। নাম্বার শিট আরও গোলাকার ও আধুনিক, ভয়েসমেইল তালিকায় ছোট পরিবর্তন এসেছে।


কন্টাক্ট খোঁজা সহজ:


আগের আলাদা ট্যাবের পরিবর্তে সার্চ ফিল্ডের ড্রয়ার মেনু থেকে সহজে কন্টাক্ট, কল হিস্ট্রি, সেটিংস ও সহায়তা অ্যাক্সেস করা যাবে।


ইনকামিং কলের নতুন সুবিধা:


কলে আড়াআড়ি সোয়াইপ বা এক ট্যাপেই গ্রহণ/বাতিলের অপশন থাকবে। এটি চালু বা বন্ধ করা যাবে নতুন “ইনকামিং কল” মেনু থেকে।


কল চলাকালীন অভিজ্ঞতা:


কল স্ক্রিনে সব বাটন ডিম্বাকার করা হয়েছে। নির্বাচিত বাটন গোলাকার আয়তক্ষেত্রে রূপ নেয়। কল কেটে দেওয়ার বাটন বড় এবং চোখে পড়ার মতো।


পুরো ইকোসিস্টেমে একীভূত নকশা:


গুগল কন্টাক্টস ও মেসেজেস অ্যাপেও একই ডিজাইন চালু হয়েছে। ফলে ব্যবহারকারীরা পুরো ইকোসিস্টেমে অভিন্ন অভিজ্ঞতা পাবেন।


ব্যবহারকারীর প্রতিক্রিয়া:


অনেকেই নতুন বাটন ও এক ট্যাপেই কল রিসিভ সুবিধা প্রশংসা করেছেন। তবে কন্টাক্ট ড্রয়ারে নেওয়ায় কিছু ব্যবহারকারী অস্বস্তি প্রকাশ করেছেন। হালকা থিমের জন্য অনুরোধ থাকলেও গুগল ডার্ক মোড অগ্রাধিকার দিয়েছে।


যারা আপডেট পাননি, তারা গুগল প্লে স্টোর থেকে গুগল ফোন অ্যাপের ভার্সন ১৮৬ ডাউনলোড করে নতুন অভিজ্ঞতা নিতে পারেন।

শেয়ার করুন