২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৮:১৭:১৮ অপরাহ্ন
স্ট্রিক মারা যাননি, বিভ্রাট ছড়িয়েছেন সতীর্থ
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২৩
স্ট্রিক মারা যাননি, বিভ্রাট ছড়িয়েছেন সতীর্থ

এখনো বেঁচে আছেন হিথ স্ট্রিক। জিম্বাবুয়ে কিংবদন্তির মারা যাওয়ার খবরটি ছিল গুজব। বেঁচে আছেন এমনটা নিজে নিশ্চিত করেছেন হিথ স্ট্রিক। জিম্বাবুয়ের সাবেক অধিনায়কের বেঁচে আছেন এটা নিশ্চিত করেছেন তাঁর সাবেক সতীর্থ হেনরি ওলেঙ্গাও।


ক্যানসারের আক্রান্ত হওয়া হিথ স্ট্রিক বলেছেন,‘ এটি পুরোটাই একটা গুজব এবং মিথ্যা খবর। বেঁচে আছি এবং সুস্থ আছি। এটা শুনে খুবই আহত হয়েছি যে যাচাই বাছাই না করে সংবাদ প্রকাশ করাতে। বিশেষ করে আমাদের এই সময়ের সামাজিক মাধ্যমের যুগে।’


যিনিই মৃত্যুর সংবাদ ছড়িয়ে দিক না কেন তাঁর ক্ষমা চাওয়া উচিত বলে জানিয়েছেন হিথ স্ট্রিক। ৪৯ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন,‘বিশ্বাস করি সূত্র ক্ষমা চাইবেন। এমন সংবাদ শুনে কষ্ট পেয়েছি।’


মূলত বিশ্বের সংবাদমাধ্যমগুলো হিথ স্ট্রিকের মৃত্যুর খবর প্রকাশ করেছিল তাঁর সতীর্থ হেনরি ওলেঙ্গাকে কোট করে। সেই হেলেঙ্গা নিশ্চিত করেছেন যে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক বেঁচে আছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন,‘নিশ্চিত করতে পারি যে হিথ স্ট্রিকের মৃত্যুর গুজব অতিরঞ্জিত করা হয়েছে। এখনই তার কাছ থেকে শুনেছি। থার্ড আম্পায়ার তাকে ফেরত ডেকেছেন। তিনি বেঁচে আছেন।’


শেয়ার করুন