১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০২:১৫:২৭ অপরাহ্ন
গুগল এআই-তে নতুন চমক, বদলে যাবে এতদিনের অভিজ্ঞতা
  • আপডেট করা হয়েছে : ১৩-০৯-২০২৫
গুগল এআই-তে নতুন চমক, বদলে যাবে এতদিনের অভিজ্ঞতা

গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মোডের পরিসর আরও বাড়িয়ে দিল। সার্চ জায়ান্ট এবার ব্যবহারকারীদের জন্য দিল বড় চমক। জেমিনি ২.৫ (Gemini 2.5) এখন একসঙ্গে পাঁচটি নতুন ভাষায় উপলব্ধ হয়েছে। এর মধ্যে রয়েছে হিন্দি, ইন্দোনেশীয়, জাপানি, কোরিয়ান এবং ব্রাজিলীয় পর্তুগিজ। এতদিন কেবলমাত্র নির্দিষ্ট কয়েকটি ভাষায় সীমাবদ্ধ থাকলেও এবার নতুন সংযোজনের ফলে আরও বেশি ব্যবহারকারী নিজেদের মাতৃভাষায় এআই-চালিত অনুসন্ধান অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। এই পদক্ষেপ নিঃসন্দেহে লক্ষ লক্ষ ব্যবহারকারীর জন্য বড় সুবিধা আনবে।


জেমিনি ২.৫: পারপ্লেক্সিটি ও চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী



গুগলের এই এআই মোড মূলত পারপ্লেক্সিটি (Perplexity) এবং ওপেনএআই চ্যাটজিপিটি (OpenAI ChatGPT)-র মতো টুলের প্রতিযোগী হিসেবে বাজারে এসেছে। এখানে ব্যবহৃত হচ্ছে জেমিনি ২.৫-এর একটি বিশেষ সংস্করণ, যেখানে রয়েছে বহুমাধ্যম (মাল্টিমোডাল) ও বিশ্লেষণ ক্ষমতা। অর্থাৎ, শুধুমাত্র প্রশ্নোত্তর নয়, বরং ছবি, লেখা ও তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে আরও প্রাসঙ্গিক ফলাফল ব্যবহারকারীদের সামনে হাজির করতে পারছে এআই মোড।


গুগল সার্চে প্রোডাক্ট ব্যবস্থাপনার সহ-সভাপতি হেমা বুদরাজু জানিয়েছেন, নতুন ভাষা সংযোজনের ফলে আরও বেশি মানুষ নিজেদের ভাষায় জটিল প্রশ্ন করতে পারবেন এবং ওয়েবে গভীরভাবে তথ্য অনুসন্ধান করতে পারবেন। গত আগস্ট মাসেই গুগল এআই মোডে এজেন্টিক ফিচারস (Agentic Features) চালু করেছিল। এই ফিচারের মাধ্যমে এখন রেস্তোরাঁয় টেবিল বুকিং, স্থানীয় পরিষেবা অ্যাপয়েন্টমেন্ট করা কিংবা অনুষ্ঠান টিকিট বুকিং করা সম্ভব হচ্ছে। বর্তমানে এই আপডেট কেবলমাত্র গুগল এআই আল্ট্রা (Ultra) গ্রাহকদের জন্য যুক্তরাষ্ট্রে উপলব্ধ। এই সাবস্ক্রিপশনের মাসিক মূল্য ২৪৯.৯৯ মার্কিন ডলার (প্রায় ২২ হাজার টাকা)।


এআই সার্চ হতে পারে মূল অভিজ্ঞতা


এখন পর্যন্ত এআই মোড সার্চ ফলাফলের পাতায় একটি আলাদা ট্যাব বা অনুসন্ধান বারে বোতামের মাধ্যমে পাওয়া যাচ্ছিল। তবে সম্প্রতি গুগল ডিপমাইন্ডের গ্রুপ প্রোডাক্ট ব্যবস্থাপক লগান কিলপ্যাট্রিক ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে গুগল এই এআই-চালিত অনুসন্ধান অভিজ্ঞতাকে মূল (ডিফল্ট) করে দিতে পারে। অর্থাৎ, ব্যবহারকারীরা আলাদা ট্যাব না খুলেই সরাসরি এআই-চালিত উত্তর পেতে পারেন। এটি নিঃসন্দেহে অনুসন্ধানের অভিজ্ঞতাকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে।


শেয়ার করুন