২০ অগাস্ট ২০২৫, বুধবার, ০২:২৯:২৪ অপরাহ্ন
নেদারল্যান্ডসের বিপক্ষে থাকছেন না মিরাজ
  • আপডেট করা হয়েছে : ১৯-০৮-২০২৫
নেদারল্যান্ডসের বিপক্ষে থাকছেন না মিরাজ

এশিয়া কাপে খেলতে যাওয়ার আগে শেষ প্রস্তুতিটা নেদারল্যান্ডসের বিপক্ষে নেবে বাংলাদেশ। ঘরের মাঠে ডাচদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সেই সিরিজ খেলতেই আজ সিলেটের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ।


তবে দলের সঙ্গী হচ্ছেন না মেহেদী হাসান মিরাজ।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ১৫ দিনের ছুটি নিয়েছেন এই অলরাউন্ডার। আগামী ২০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত তার ছুটি মঞ্জুর করেছে বিসিবি। এ সময় সন্তানসম্ভাবনা স্ত্রীর কাছে থাকবেন বলে জানা গেছে।

যদিও এখন পর্যন্ত দ্বিপক্ষীয় সিরিজটির জন্য দল ঘোষণা করেনি বিসিবি।


দল ঘোষণার সময় অবশ্য যথেষ্ট রয়েছে। কেননা আগামী ৩০ আগস্ট শুরু হবে সিরিজটি। বাকি দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। তবে এশিয়া কাপের দল শিগগিরই ঘোষণা করতে হবে বিসিবিকে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২২ আগস্টের মধ্যে দল ঘোষণা করতে হবে। ইতিমধ্যে পাকিস্তান-ভারত স্কোয়াড দিয়ে দিয়েছে।

এশিয়া কাপ শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে। মিরাজের ছুটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট শুরুর আগেই শেষ হয়ে যাবে।


দলে সুযোগ পেলে নিশ্চিতইভাবে ব্যাটে-বলে সংযুক্ত আরব আমিরাত মাতাতে চাইবেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার।


শেয়ার করুন