১৩ সেপ্টেম্বর শনিবার জেলা পুলিশ নাটোরের আগস্ট ২০২৫ খ্রি. মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নাটোর সভায় সভাপতিত্ব করেন। সভায় জিআর ও সিআর মামলা পর্যালোচনা, ওয়ারেন্ট তামিল ও নিষ্পত্তি, নারী ও শিশু নির্যাতন মামলা পর্যালোচনা, চুরি ও দস্যুতা সংক্রান্ত তথ্য, মাদক মামলা পর্যালোচনাসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা সম্পর্কিত করনীয় সম্পর্কে আলোচনা করেন এবং প্রয়োজনাতিক নির্দেশনা প্রদান করেন। সভায় পুলিশ সুপার, নাটোর মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিল, ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, ট্রাফিক নিয়ন্ত্রণসহ অন্যান্য উত্তম কাজে স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ও ইউনিটকে পুরস্কৃত করা হয়। সভায় হিন্দু সম্প্রদায়ের আসন্ন দূর্গাউৎসব শান্তিপূর্ণভাবে এবং পূর্ণ নিরাপত্তায় উদযাপনের বিষয়ে সকল অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, জেলা ট্রাফিক বিভাগ এবং স্পেশাল ব্রাঞ্চকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার, নাটোর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাসহ সাধারন মানুষের জনজীবন স্বাভাবিক রাখার লক্ষে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করতে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। তিনি নাটোর জেলায় চাঁদাবাজি রোধ, রাত্রিকালীন টহল জোরদার এবং চুরি-ডাকাতি-দস্যুতা নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ প্রদান করেন। সভায় জেলা পুলিশ নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতেখায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন লাবু, নাটোর জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।