৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১১:৩৫:২১ অপরাহ্ন
খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের মাতম
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ৩০-১২-২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের মাতম

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ জেলা-উপজেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়। অনেক স্থানে নেতাকর্মীদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা ও বেগম খালেদা জিয়ার শ্বশুরবাড়ি হওয়ায় বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায় শোকের আবহ আরও গভীর হয়। জেলা বিএনপির কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “আজ আমরা গণতন্ত্রের মাকে হারালাম।”

পিরোজপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, ভোলা, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, ঝিনাইদহ, রংপুর, রাজবাড়ী, চাঁদপুর, যশোর ও নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় একই ধরনের কর্মসূচি পালন করা হয়। জেলা ও মহানগর বিএনপির নেতারা খালেদা জিয়াকে আপসহীন নেত্রী, গণতন্ত্রের প্রতীক ও জাতির অভিভাবক হিসেবে আখ্যায়িত করেন।

রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন বলেন, “তার মৃত্যুতে বাংলাদেশ একজন অভিজ্ঞ ও দূরদর্শী রাজনৈতিক অভিভাবক হারালো।” জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, “তিনি গণতন্ত্রকামী মানুষের চিরকালীন প্রেরণার উৎস হয়ে থাকবেন।”

এদিকে ছারছীনা শরীফের পীর ও জমইয়াতে হিযবুল্লাহর আমির আলহাজ্ব মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন গভীর শোক প্রকাশ করেন। তার নির্দেশনায় দেশের তিন হাজারের বেশি দ্বীনিয়া মাদ্রাসায় কোরআন খতম ও খতমে তাহলীল অনুষ্ঠিত হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শোকবার্তায় বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন রাষ্ট্রনায়ককে হারিয়েছে।”

নেতাকর্মীদের ভাষায়, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

শেয়ার করুন