৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ০৩:৫৯:৪৮ পূর্বাহ্ন
ঢাকায় আসছেন পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ৩০-১২-২০২৫
ঢাকায় আসছেন পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, বুধবার ঢাকায় খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

এদিকে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন সূত্র জানায়, ইসহাক দারের পরিবর্তে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক। যদিও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইসহাক দারের জানাজায় অংশগ্রহণের তথ্য পাওয়া যাচ্ছিল।

কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, একই সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করায় ইসহাক দারের ব্যস্ততা রয়েছে। সে কারণেই তার পরিবর্তে পার্লামেন্ট স্পিকার সরদার আইয়াজ সাদিকের ঢাকায় আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন