৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ০৩:৫৯:৪৪ পূর্বাহ্ন
রাজশাহীতে ১৮টি কম্বল নিয়ে মারামারি করে বিএনপির ১৩ জন আহত
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ৩০-১২-২০২৫
রাজশাহীতে ১৮টি কম্বল নিয়ে মারামারি করে বিএনপির ১৩ জন আহত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১৮টি কম্বল বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপির অন্তত ১৩ নেতা-কর্মী আহত হয়েছেন। 


আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধোপাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন জিউপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য আনসার আলী (৫৪), তার ছেলে সৌমিক হাসান (২৪), দেলোয়ার হাসান (২৫) ও সাব্বির হাসান (১৪)। আনসার আলীর স্ত্রী শামীমা বেগম (৪৫) প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতালে রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন বিএনপি ও কৃষক দলের স্থানীয় নেতা-কর্মী।

আনসার আলী জানিয়েছেন, ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকনাজ বেগম কম্বল বিতরণের দায়িত্ব দিয়েছিলেন। তিনি পাঁচ-ছয়জন শীতার্ত মানুষকে জাতীয় পরিচয়পত্রসহ কম্বল নিতে বলেন। কিন্তু পরে ওয়ার্ড বিএনপির সভাপতি আরজ আলী একাই সব ১৮টি কম্বল নিয়ে গিয়ে বিতরণ করেন। এ নিয়ে সোমবার দুপুরে ধোপাপাড়া বাজারে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়।


আরজ আলী দাবি করেন, তিনি কম্বলগুলি ৯টি পাড়ার ৯ জন সমন্বয়কের হাতে যথাযথভাবে বিতরণ করেছেন। পরে কম্বল বিতরণকে কেন্দ্র করে স্থানীয় ইউপি নেতা ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরিস্থিতি শান্ত আছে। তখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করতে আসেনি।

শেয়ার করুন