২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:০৫:৫৯ অপরাহ্ন
নারীদের হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশের প্রযুক্তি খাত
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২১
নারীদের হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশের প্রযুক্তি খাত ফাইল ছবি

(১) বর্তমানে বিশ্বজুড়ে যেখানে ফাইভজি ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে কাজ করা হচ্ছে, সেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলসহ অনেক জায়গায় ইন্টারনেট ব্যবহার এখনো ব্যাহত হচ্ছে। অনুন্নত অবকাঠামো এবং ইন্টারনেটের অধিক খরচসহ বিভিন্ন সমস্যা সমাধান করা যেতে পারে ‘পোর্টেবল ওয়েব ইন এ বক্স’ আইডিয়ার মাধ্যমে। আইডিয়াটি হচ্ছে, একটি পোর্টেবল প্লাগ-অ্যান্ড-প্লে সার্ভারে সংরক্ষিত থাকবে শিক্ষামূলক বিভিন্ন ওয়েবসাইট এবং লোকাল (অফলাইন) ওয়্যারলেস সংযোগের মাধ্যমে ব্যবহার করা যাবে এসব ওয়েবসাইটের কনটেন্ট।

(২) বৈশ্বিক মহামারিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় শিক্ষার্থীরা যাতে ইন্টারনেটে অনায়াসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে, সেজন্য বাস্তবায়িত হতে পারে ‘ফ্লোটিং ইন্টারনেট’ আইডিয়া। অনলাইন ক্লাসের জন্য নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা প্রদানে কাজে লাগবে এই অসাধারণ আইডিয়াটি। কিংবা দেশের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ সমস্যা সমাধানে ‘স্মার্ট ইলেকট্রিক গ্রিড : ফিজিবিলিটি স্টাডি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইন বাংলাদেশ’ শীর্ষক আইডিয়ার কথা বলা যায়। বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ নিয়ন্ত্রণ করতে স্মার্ট গ্রিডে রয়েছে অটোমেশন, স্মার্ট অ্যাপ্লায়েন্সে, স্মার্ট মিটার, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি সম্পদ।

শেয়ার করুন