০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১০:১৯:২৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ০২-০৮-২০২৫
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদী থেকে শফিকুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর এলাকা থেকে বিজিবি সদস্যদের উপস্থিতিতে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহতরা হলেন- মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪২) এবং একই গ্রামের মোহাম্মদ মুর্তুজার ছেলে সেলিম আলী (৩৪)।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাতাসা মোড় এলাকার পদ্মা নদী থেকে শফিকুলের মরদেহ এবং বিকালে দুলর্ভপুর ইউনিয়নের গাইপাড়া এলাকার নদীঘাট থেকে সেলিমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।


মনাকষা ইউনিয়নের ইউপি সদস্য সমির আলী দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।


একাধিক সূত্র দাবি করেছে, নিহত দু’জন গত বৃহস্পতিবার (৩১ জুলাই) গরু আনতে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যদের ধাওয়া বা নির্যাতনের শিকার হয়ে তারা নদীতে ডুবে মৃত্যু বরণ করতে পারেন। স্থানীয়দের আরও দাবি, পরিবার প্রথমে মরদেহ চুপিসারে দাফনের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু বিষয়টি জানাজানি হওয়ায় বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে যায়।


এ প্রসঙ্গে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, নদী থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।


শেয়ার করুন