০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১০:৩৩:৩৭ অপরাহ্ন
রাজবাড়ীতে পেঁয়াজের দাম বেড়েছে
  • আপডেট করা হয়েছে : ০২-০৮-২০২৫
রাজবাড়ীতে পেঁয়াজের দাম বেড়েছে

রাজবাড়ীতে গত কয়েক দিন ধরে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের মাঝামাঝি সময়ে পেঁয়াজের দর কেজিতে ৫ টাকা বেড়ে ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।


স্থানীয়া ব্যবসায়ীরা জানান, বৃষ্টিত পাইকারি বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় প্রতি মণ দেশি পেঁয়াজে ২০০ টাকা বেড়েছে। এতে খুচরা বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে, ফলে কেজিতে ৫ টাকা বেড়ে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


বৃষ্টি ও দামের কারণে খুচরা বাজারে বিক্রিও কমেছে। বৃষ্টি থাকলে দাম আরো বৃদ্ধির আশঙ্কা করছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।

ক্রেতারা জানান, কয়েক দিন ধরে পেঁয়াজের দাম বেড়েছে। দাম বাড়ার কারনে নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে।


তারা চায় প্রশাসনের বাজার মনিটরিং যেন নিয়মিত করা হয়। আর সামনে পেঁয়াজের দাম যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখতে অনুরোধ জানান তারা।

ব্যবসায়ীরা জানান, পাইকারী বাজারে গত কয়েক দিন ধরে বৃষ্টির কারণে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় মণপ্রতি ২০০ টাকা দাম বেড়েছে। এ কারণে খুচরা বাজারে কেজিতে দাম বেড়েছে ৫ টাকা।


বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়।


শেয়ার করুন