১৩ মে ২০২৪, সোমবার, ০৯:৩৯:৩৫ অপরাহ্ন
আজারি দূতাবাসে হামলা: এরদোগানের নিন্দা
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২৩
আজারি দূতাবাসে হামলা: এরদোগানের নিন্দা

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আজারবাইজানের দূতাবাসে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। হামলায় কূটনীতিক মিশনের নিরাপত্তা প্রধান নিহত হয়েছেন।
শুক্রবারের ওই হামলাকে বর্বরতা উল্লেখ করে তুর্কি নেতা বলেন, ‘আমরা আমাদের আজারি ভাইদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ 

ইয়েনি শাফাক জানিয়েছে, টুইটার বার্তায় এরদোগান বলেন, ‘আজারবাইজানের প্রিয় ভাই ও বন্ধুদের পাশে আছে তুরস্ক।’ 

এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এক অস্ত্রধারী ওই দূতাবাস ভবনে ঢুকে স্বয়ংক্রিয় বন্দুক থেকে এলোপাথারি গুলি চালায়। এতে দূতবাসের নিরাপত্তা প্রধান নিহত এবং অন্তত দুইজন আহত হন।  

তেহরানের পুলিশ প্রধান হোসেইন রহিমি সাংবাদিকদের জানিয়েছেন, হামলাকারীকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। হামলায় একজন নিহতের বিষয় নিশ্চিত করেন তিনি।

শেয়ার করুন