২৩ জুলাই ২০২৫, বুধবার, ১২:১৫:২২ পূর্বাহ্ন
ভারাক্রান্ত হৃদয়ে খেলতে নামছে বাংলাদেশ, শোক জানাল পাকিস্তানও
  • আপডেট করা হয়েছে : ২২-০৭-২০২৫
ভারাক্রান্ত হৃদয়ে খেলতে নামছে বাংলাদেশ, শোক জানাল পাকিস্তানও

উত্তরার দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার দুপুর ১টা ৬ মিনিটে দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান। এই দুর্ঘটনায় স্কুলের শিক্ষক, শিশু-কিশোর শিক্ষার্থীসহ অনেকে হতাহত হয়েছেন।


এই মর্মান্তিক ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।


বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন অর্ধনমিত রাখা হবে বাংলাদেশের জাতীয় পতাকা ও ক্রিকেট বোর্ডের পতাকা। এছাড়া কালো ব্যাজ পরে মাঠে নামবেন বাংলাদেশের ক্রিকেটাররা।


ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ঘটনাটির প্রসঙ্গ উঠে আসে। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বলেন, ‘আমরা সবাই জানি, গতকাল যা হয়েছে সেটা আমাদের জন্য মোটেও স্বাভাবিক কিছু ছিল না। এটা মেনে নেওয়া সহজ নয়। আমরা আজ ভারাক্রান্ত মন নিয়ে খেলছি। আমি নিজে একজন বাবা; আমি জানি, সেই পরিবারগুলোর এখন কেমন লাগছে। ওরা এখন খুব কষ্টে আছে, আবেগে ভাসছে। আমরা শুধু ওদের জন্য দোয়া করতে পারি।’


পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলেন, ‘গতকালের ঘটনা খুবই দুঃখজনক। এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। আমার মন ও প্রার্থনা তাদের সঙ্গে আছে। আমরা, একটি দেশ হিসেবে এবং পিসিবি হিসেবে, তাদের পাশে আছি।’


শেয়ার করুন