০২ নভেম্বর ২০২৫, রবিবার, ০৬:১৮:৩৪ পূর্বাহ্ন
পিরোজপুরে হারানো ২৯ মোবাইল উদ্ধার, মালিকদের হস্তান্তর
  • আপডেট করা হয়েছে : ২১-১০-২০২৫
পিরোজপুরে হারানো ২৯ মোবাইল উদ্ধার, মালিকদের হস্তান্তর

পিরোজপুরে হারানো ২৯টি মোবাইলফোন ও ছিনতাই হওয়া ২৬ হাজার ১৯০ টাকা উদ্ধার করেছে জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।


মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইলফোন ও টাকা মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।


জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে, দেশের বিভিন্ন স্থান থেকে মোট ২৯টি অ্যান্ড্রয়েড মোবাইলফোন উদ্ধার করে।


উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে সদর থানা থেকে ৯টি, ইন্দুরকানী থেকে ৩টি, মঠবাড়ীয়া থেকে ৭টি, নাজিরপুর থেকে ৬টি, ভাণ্ডারিয়া থেকে ২টি, নেছারাবাদ থেকে ১টি এবং কাউখালী থানা থেকে ১টি রয়েছে। এ ছাড়া নাজিরপুর ও ভাণ্ডারিয়া থানায় দুটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।


অন্যদিকে, চলতি বছরের ২২ মার্চ পাঠাও কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান অভিজিৎ বিশ্বাসের কাছ থেকে ছিনতাই হওয়া ২৬ হাজার ১৯০ টাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে। ভুক্তভোগীর করা অভিযোগের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল দ্রুত অভিযানে নামে, আসামিদের শনাক্ত করে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করে এবং তা অভিজিৎ বিশ্বাসের হাতে তুলে দেয়।


নিজেদের হারানো সম্পদ ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ও আইন-শৃঙ্খলা রক্ষায় পিরোজপুর জেলা পুলিশের এমন উদ্ধার ও সহায়ক কার্যক্রম অব্যাহত থাকবে।


শেয়ার করুন