১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০২:৩৭:৪২ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের তালিকায় বাংলাদেশসহ রয়েছে যেসব দেশ
  • আপডেট করা হয়েছে : ১৫-০১-২০২৬
যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের তালিকায় বাংলাদেশসহ রয়েছে যেসব দেশ

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রদান পুরোপুরি স্থগিত করার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নির্দেশনার ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা আর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না। 



বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 


মূলত যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দেশটির সরকারি সহায়তা বা সামাজিক সুরক্ষা প্রকল্পের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন, তাঁদের প্রবেশ ঠেকাতেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে বিশ্বের ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এই সংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠিয়ে ভিসা আবেদন প্রত্যাখ্যান করার আদেশ দিয়েছে।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট এই সিদ্ধান্তের প্রেক্ষাপট ব্যাখ্যা করে জানিয়েছেন যে, বর্তমানে ভিসা প্রদান ও যাচাই-বাছাইয়ের সম্পূর্ণ প্রক্রিয়াটি নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। এই পুনর্মূল্যায়ন প্রক্রিয়া চলাকালীন নির্দিষ্ট ওই ৭৫টি দেশের নাগরিকদের কোনো আবেদন গ্রহণ করা হবে না। 



তিনি স্পষ্ট করে বলেন, যারা বিদেশি নাগরিক হয়েও আমেরিকার সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর নির্ভর করতে পারেন, তাঁদের প্রবেশ বন্ধ রাখা রাষ্ট্রের বর্তমান অগ্রাধিকার। অভিবাসন প্রক্রিয়া পুনরায় মূল্যায়ন করে কল্যাণ ভাতা গ্রহণের প্রবণতা কমানোর আগ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। তবে কত দিন পর্যন্ত এই প্রক্রিয়া বন্ধ থাকবে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে সুনির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।


এই পদক্ষেপের নেপথ্যে গত ৪ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে ১২০টি দেশের একটি তালিকা প্রকাশ করেন, যেখানে দেখানো হয়েছে কোন দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে বেশি সরকারি সহায়তা (ওয়েলফেয়ার) নিচ্ছেন। ওই তালিকায় ১৯তম অবস্থানে ছিল বাংলাদেশ। 


তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর ৫৪.৮ শতাংশই কোনো না কোনোভাবে সরকারি সুবিধা গ্রহণ করে থাকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তালিকায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটানের নাম থাকলেও ভারত ও শ্রীলঙ্কাকে এই তালিকায় রাখা হয়নি।


ফক্স নিউজের প্রতিবেদনে প্রকাশিত ৭৫টি দেশের পূর্ণাঙ্গ তালিকায় বাংলাদেশের পাশাপাশি রাশিয়া, পাকিস্তান, ইরান, ইরাক, মিশর এবং রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর নাম রয়েছে। এছাড়া তালিকায় রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, ব্রাজিল, কিউবা, ইথিওপিয়া, নাইজেরিয়া, সিরিয়া, উজবেকিস্তান ও ইয়েমেনের মতো দেশগুলো। 


নির্দেশনায় বলা হয়েছে যে, বিদ্যমান আইনের আওতায় কনস্যুলার কর্মকর্তারা এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোর নাগরিকদের ভিসা দিতে পারবেন না। এই আকস্মিক সিদ্ধান্তের ফলে হাজার হাজার ভিসা প্রত্যাশী শিক্ষার্থী, পর্যটক ও অভিবাসন প্রত্যাশীরা অনিশ্চয়তার মুখে পড়েছেন, যা বৈশ্বিক ভূ-রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।


সূত্র: ফক্স নিউজ


শেয়ার করুন