১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১০:৫০:৩৬ অপরাহ্ন
সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, কারণ জানায়নি পুলিশ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৫
সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, কারণ জানায়নি পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি ডিবি পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে আনিস আলমগীর নিজেই বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন। মুঠোফোনে তিনি প্রতিবেদককে বলেন, “বর্তমানে আমি ডিবি হেফাজতে আছি।”

কে তাকে তুলে নিয়ে এসেছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কারা তুলে নিয়ে এসেছে, তা আমি জানি না। তবে এখন আমি ডিবি হেফাজতেই আছি।”

কী কারণে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে— এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “কী কারণে আমাকে এখানে আনা হয়েছে, সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না।”

একটি সূত্র জানায়, রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

এ ঘটনাকে ঘিরে সাংবাদিক মহলে উদ্বেগ ও কৌতূহল দেখা দিয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এলে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

শেয়ার করুন