০৫ জানুয়ারী ২০২৬, সোমবার, ০৯:২৬:৫৫ পূর্বাহ্ন
বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
  • আপডেট করা হয়েছে : ০৪-০১-২০২৬
বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া তাদের রাজধানী পিয়ংইয়ং থেকে সমুদ্রের পূর্ব উপকূলের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, রোববার (৪ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।


উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণটি এমন এক সময়ে ঘটলো, যখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ‌লি জে মিয়ং রোববার থেকে চীনে রাষ্ট্রীয় সফর করবেন। সফরকালে কোরীয় উপদ্বীপে শান্তি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।


বিশেষজ্ঞরা বলছেন, শি'র সঙ্গে লি'র এজেন্ডার মধ্যে রয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ সহজতর করার জন্য চীনকে রাজি করানো, কেননা উত্তর কোরিয়া লি'র প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।


রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট কিম জং উন শনিবার একটি অস্ত্র কারখানা পরিদর্শনে গিয়ে শক্তিশালী অস্ত্রের উৎপাদন ক্ষমতা দ্বিগুণেরও বেশি করার আহ্বান জানিয়েছেন।


সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিম অস্ত্র তৈরির কারখানাগুলোতে, পাশাপাশি একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন পরিদর্শন করেছেন।


শেয়ার করুন