০৬ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ০৮:১৭:৩৬ পূর্বাহ্ন
বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ, নেই শান্ত
  • আপডেট করা হয়েছে : ০৪-০১-২০২৬
বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ, নেই শান্ত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা হয়নি টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ ফর্মে থাকলেও তাকে দলে রাখেনি নির্বাচকরা। একই সঙ্গে বাদ পড়েছেন গত বছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নেতৃত্ব দিয়ে দলকে জয় এনে দেওয়া জাকের আলী অনিকও।



রোববার (৪ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই স্কোয়াড প্রকাশ করে বিসিবি। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। সহ-অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে।



স্কোয়াডে আরও রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।


শেয়ার করুন