০২ নভেম্বর ২০২৫, রবিবার, ০৫:০৭:৩২ পূর্বাহ্ন
রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ২৩-১০-২০২৫
রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারি রানীনগর এলাকা থেকে একটি দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।


গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. লিখন ইসলাম (৩৪)। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ৩০ রানীনগর এলাকার জালাল উদ্দিনের ছেলে।


থানা সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোসাঃ বিলকিস খাতুন ও তার টিম থানা এলাকায় মোবাইল ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রানীনগর এলাকায় লিখন নামে এক ব্যক্তি তার দোকানের সামনে অবৈধ অস্ত্র প্রদর্শন করে স্থানীয়দের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছে।


সংবাদের ভিত্তিতে পুলিশ টিম দ্রুত অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লিখন ইসলামকে তার দোকানের সামনে থেকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তার হেফাজত থেকে ৩০ ইঞ্চি লম্বা একটি তলোয়ার উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন