১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ০২:৩৬:০৬ পূর্বাহ্ন
রাজশাহী জেলা রেজিস্টারের সাথে দলিল লেখক সমিতির নবনির্বাচিত সদস্যদের মতবিনিময়
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৬-০৯-২০২৫
রাজশাহী জেলা রেজিস্টারের সাথে দলিল লেখক সমিতির নবনির্বাচিত সদস্যদের মতবিনিময়

রাজশাহী জেলা রেজিস্টার আব্দুর রকিব সিদ্দিকের সাথে জেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা রেজিস্টার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ দলিল লেখক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি এসএম আয়নাল হক, সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান, সহ-সভাপতি আব্দুস সামাদ প্রামানিক ও গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সানাউল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক বাবুল আক্তার ও সাফিয়ার রহমান মিলটন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, কোষাধ্যক্ষ নাজমুল হক, প্রচার সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক শাহিন আলম মন্ডল, সহ-দপ্তর সম্পাদক ইয়াসিন আলী, ধর্ম বিষয়ক সম্পাদক শামীম রেজা, আইন বিষয়ক সম্পাদক খায়রুল আহসান, সহ-আইন বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ বাবলু এবং সদস্য আফজাল হোসেন, উম্মত আলি, মুকিদুল ইসলাম ও জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বাংলাদেশ দলিল লেখক সমিতির সাত দফা দাবি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—গড় মূল্য তালিকা বৃদ্ধি, উৎসে কর বৃদ্ধির যৌক্তিকতা নির্ধারণ, দলিল লেখকদের ন্যায্য আয় নিশ্চিত করা এবং আয়কর প্রদানের সুষ্ঠু ব্যবস্থাপনা।

জেলা রেজিস্টার আব্দুর রকিব সিদ্দিক নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দলিল লেখকরা ভূমি ও সম্পত্তি লেনদেন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি দলিল লেখকদের পেশাগত উন্নয়ন এবং জনগণের সেবা নিশ্চিতে প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, দাবিগুলো বাস্তবায়ন হলে দলিল লেখক সমাজ আরও উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দিতে পারবে।

শেয়ার করুন