০৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১০:৪২:৩৪ অপরাহ্ন
রাজশাহীতে খানকাহ শরীরফে হামলা ও ভাংচুরের অভিযোগ
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২৫
রাজশাহীতে খানকাহ শরীরফে হামলা ও ভাংচুরের অভিযোগ

রাজশাহীর পবা উপজেলায় আজিজ ভান্ডারীর খানকা শরীফে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, জুম্মার নামাজের পর কয়েকশত মানুষ একত্রিত হয়ে হঠাৎই খানকা শরীফে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। মুহূর্তেই খানকার ভেতরে থাকা আসবাবপত্র, দরজা-জানালা ও অন্যান্য সামগ্রী চূর্ণবিচূর্ণ হয়ে যায়।


খানকার পীর আজিজুল ইসলাম জানান, প্রতিবছরের মতো এবারও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তিন দিনের দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। শুক্রবার ছিল মাহফিলের প্রথম দিন। কিন্তু নামাজের পরপরই বিএনপি ও জামায়াতের সমর্থকরা স্থানীয় কিছু গ্রামবাসীকে উসকে দিয়ে হামলা চালায়।


তিনি আরও বলেন, “পুলিশের অনুমতি নিয়ে আয়োজন করা সত্ত্বেও প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। আমাদের পবিত্র খানকা শরীফ ধ্বংস করে দেওয়া হলো, অথচ প্রতিরোধের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”


হামলার কারণে খানকার পক্ষ থেকে আয়োজিত তিন দিনের দোয়া মাহফিল এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এতে ভক্ত ও আশেকানদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে, অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়রা বলছেন, এ ধরনের ন্যক্কারজনক হামলা শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বরং পুরো এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করেছে।


ওসি মুনিরুল ইসলাম  জানান, “তিন থেকে চারশত মানুষ একসঙ্গে সেখানে হামলা চালিয়েছে। আর আমরা ছিলাম মাত্র পাঁচজন পুলিশ সদস্য। সেই পরিস্থিতিতে আমাদের পক্ষে প্রতিরোধ করা সম্ভব ছিল না। দেশের সামগ্রিক পরিস্থিতি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তবে এ ঘটনায় যদি লিখিত অভিযোগ দায়ের করা হয়, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন