ঢাকা–১৩ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন জননেতা ববি হাজ্জাজ।
সোমবার (২৯ ডিসেম্বর) নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের সকল আচরণবিধি ও প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল কালে ববি হাজ্জাজ শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. ইউসুফ, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, সদস্য আলহাজ নাসির উদ্দিন এবং ববি হাজ্জাজের বিশেষ সহকারী মো. ফজলে এলাহী তুষার।
মনোনয়নপত্র দাখিল শেষে ববি হাজ্জাজ বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের ভূমিকার প্রতি তিনি আস্থা রাখেন। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেবে।

