২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ০২:২০:৪৮ অপরাহ্ন
এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২৫
এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ

বলিউড এখনো ‘সাইয়ারা’ জ্বরে ভুগছে। ছবির অভিনেত্রী অনীত পাড্ডা লাখো তরুণের মন জয় করেছেন। এবার গেয়েও সাড়া ফেলেছেন। রবিবার ২৩ বছর বয়সী এই অভিনেত্রী ছবির টাইটেল ট্র্যাকের একটি আনপ্লাগড ভার্সন পরিবেশন করেন।


 সেই ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

ভিডিওতে দেখা গেছে, পড্ডা গিটার বাজাচ্ছেন এবং শেষের দিকে তাঁর বাবা নবদীপ পড্ডাও গান গাইছেন। গতকাল সকাল পর্যন্ত ভিডিওটি ৮৮ লাখেরও বেশি ভিউ এবং হাজার হাজার ভক্তের মন্তব্য পেয়েছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘গান গাওয়া হয়তো মরিচা ধরেছে, কিন্তু ভালোবাসা নয়।


’ 

‘সাইয়ারা’ ভারতে ৩০০ কোটি রুপিরও বেশি এবং বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বেশি আয় করেছে। ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে একজন গায়িকার প্রেমে পড়ার গল্পে, যে আলঝেইমার’স রোগে আক্রান্ত।


শেয়ার করুন