২৩ অগাস্ট ২০২৫, শনিবার, ০৫:৩৯:৪৮ অপরাহ্ন
বিশ্বকাপের ড্রয়ের স্থান-তারিখ ঘোষণা, আবারও ট্রফি রেখে দিতে চাইলেন ট্রাম্প
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২৫
বিশ্বকাপের ড্রয়ের স্থান-তারিখ ঘোষণা, আবারও ট্রফি রেখে দিতে চাইলেন ট্রাম্প

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে। হোয়াইট হাউসে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 


যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের আসর। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ।


লাস ভেগাসে ড্র অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা সরিয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম নামী পারফর্মিং আর্টস ভেন্যু ওয়াশিংটনের কেনেডি সেন্টারে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 


ঘোষণা দেয়ার সময় ট্রাম্প বলেন, ‘এটি সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট।’


এ সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও উপস্থিত ছিলেন। বিশ্বকাপের ট্রফি সঙ্গে নিয়ে আসা ইনফান্তিনো বলেন, ‘এই ড্র সারা বিশ্বে সরাসরি সম্প্রচারিত হবে।


এক বিলিয়ন মানুষ দেখবে। ৪৮ দল, ১০৪ ম্যাচ—মানে ১০৪টা সুপার বোলের সমান!’ 

ইনফান্তিনো ট্রাম্পকে ট্রফি হাতে নেওয়ার সুযোগও দেন। হাতে নিয়ে হাস্যরস করে ট্রাম্প বলেন, ‘আমি কি এটা রেখে দিতে পারি?’ 

এর আগে ক্লাব বিশ্বকাপের পর ট্রাম্প জানিয়েছিলেন চেলসিকে ট্রফির রেপ্লিকা দেয়া হয়েছে। আসল ট্রফিটি থাকবে ওভাল অফিসে।


 

২০২৬ সালের বিশ্বকাপে ৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল ও সেরা আট তৃতীয় স্থান অর্জনকারী দল নকআউট পর্বে জায়গা করে নেবে। 


শেয়ার করুন