চট্টগ্রামের লোহাগাড়ায় ফেনসিডিল কাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় এসআই কামাল হোসেনকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তাকে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
গত ২১ আগস্ট গভীর রাতে উপজেলার চুনতি স্টেশন এলাকায় তিন সোর্সকে ফেনসিডিলসহ আটক করেন স্থানীয়রা। পরে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হলে তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে এসআই কামালের নাম। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনার পরপরই বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। নানা মহলে আলোচনা-সমালোচনা শুরু হলে পুলিশ প্রশাসন এসআই কামালকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআই কামাল হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
এদিকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক তিন সোর্সকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।