২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ০৯:০৯:৫৪ অপরাহ্ন
রুমায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২৫
রুমায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন

বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। 


বান্দরবান সচেতন নাগরিক সমাজের ব্যানারে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) রুমা বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় সামাজিক সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।


মানববন্ধনে বক্তারা বলেন, সংঘবদ্ধ ধর্ষণ কিংবা যেকোনো ধরনের ধর্ষণের ঘটনা সমতলে ঘটলেও পাহাড়ে এমন ঘটনা বিরল। কিন্তু সম্প্রতি পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। তাঁরা বলেন, দ্রুত ও কার্যকর বিচারই কেবল এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ধরনের অপরাধে ন্যায়বিচার নিশ্চিত করা না হলে ভবিষ্যতে সমাজে এর চেয়ে আরো ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হবে।


তাই দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

এছাড়া সামাজিক বিচারের নামে টাকার বিনিময়ে ধর্ষণের মতো অপরাধের মীমাংসা করার ঘটনা ভবিষ্যতে আরো অপরাধকে উৎসাহিত করবে। এটিও এক ধরনের জঘন্য অপরাধ যা মানবতাকে কলঙ্কিত করছে বলে উল্লেখ করেন বক্তারা। 


রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দি বলেন, এ ঘটনায় রুমা থানায় একটি ধর্ষণের মামলা হয়েছে।


অভিযুক্ত পাঁচ যুবকের মধ্যে তিনজনকে  গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুইজন পলাতক। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত শনিবার বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। 


শেয়ার করুন