২০ জুলাই ২০২৫, রবিবার, ০৮:৩৩:২২ অপরাহ্ন
কক্সবাজারে মহাসড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ
  • আপডেট করা হয়েছে : ২০-০৭-২০২৫
কক্সবাজারে মহাসড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী। 


শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সরকারি কলেজ গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তারা বিক্ষোভ করেন। বিক্ষোভের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


ভিডিওতে দেখা যায়, চকরিয়া সরকারি কলেজের গেটে কয়েকটি টায়ারে পেট্রল ঢেলে আগুন দিচ্ছেন কয়েকজন। এ সময় তারা শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের কয়েকজনের মাথায় হেলমেট পরা। মহাসড়কের এক পাশে টায়ার জ্বালালেও অন্য পাশ দিয়ে কয়েকটি বাস নির্বিঘ্নে চলাচল করতে দেখা যায়। একপর্যায়ে পুলিশের গাড়ির সাইরেন শুনে বিক্ষোভকারীরা সেখান থেকে সটকে পড়েন।


বিক্ষোভে চকরিয়া পৌরসভা যুবলীগের নেতা এনামুল হক ওরফে মঞ্জু, চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মাহমুদ, ছাত্রলীগের কর্মী মো. সুমন, মো. ছোটন ও মো. বাপ্পিকে দেখা যায়। 


এনামুল হক তার ফেসবুক আইডিতে ভিডিওটি আপলোড করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে শেখ হাসিনা আজ হরতালের ডাক দিয়েছেন। এটির সমর্থনে টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়েছি।’


এদিকে জানতে চাইলে চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, মহাসড়কে টায়ার জ্বালিয়ে কয়েকজন স্লোগান দিচ্ছেন—এমন খবর পেয়ে রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।


শেয়ার করুন