আসছে পূজায় হাতে হাত রেখে ঘুরবেন টালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। অনেক দিন অজানা কারণে পরস্পর থেকে দূরে ছিলেন এ দুই অভিনেত্রী। একটা সময় তাদের গলায় গলায় বন্ধু ছিল। কিন্তু সময় তাদের দুদিকে নিয়ে গেছে। গুঞ্জন উঠেছে— এবার পূজায় নাকি একসঙ্গে দেখা হবে তাদের।
এ দুই অভিনেত্রীর বন্ধুত্ব একটা সময় টালিপাড়ায় চর্চার বিষয় ছিল। নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী তখন ‘হরিহর আত্মা’। কান পাতলেই শোনা যেত এ কথা। আচমকা নাকি সেই বন্ধুত্বে চিড় ধরে। এ কারণ কেউ-ই জানেন না।
তবে টালিপাড়া দেখেছে— দুই সুন্দরীর মধ্যে ব্যবধান বেড়েছে। সম্পর্কে হিমশীতলতা। ২০২৫-এ এসে সেই দূরত্ব নাকি ফের মুছতে চলেছে। এবারের পূজায় তারা হাতে হাত রেখে ঘুরবেন। কিন্তু সামাজিক মাধ্যমের নেটিজেনদের প্রশ্ন— কীভাবে এ অসাধ্যসাধন হচ্ছে? কে-ই বা পুরোনো দুই বান্ধবীকে নতুন করে এককাতারে দাঁড় করাচ্ছেন?
জানা গেছে, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পূজার সিনেমা ‘রক্তবীজ ২’তে অভিনয় করছেন মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। এ খবর টালিপাড়ার সবাই জানে। কিছু লোক জানেন, ওই সিনেমার একটি দৃশ্যে একসঙ্গে অভিনয় করেছেন এ দুই সুন্দরী। দৃশ্যের প্রয়োজনে তারা হাতে হাত রেখে শট দিয়েছেন, যা দেখে বিস্মিত উপস্থিত সবাই। সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে খবর ছড়িয়েছে এক সেট থেকে আরেক সেটে। ফের বন্ধুত্ব জোড়া লাগার খবরে উচ্ছ্বসিত টালিউড।
এ সিনেমায় মিমি চক্রবর্তী ‘সংযুক্তা’, রাজ্য প্রশাসনের প্রথম সারির অফিসার। অন্যদিকে নুসরাত জাহান ‘আইটেম’ নাচের পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি দৃশ্যে অভিনয়ও করেছেন। তেমনই একটি দৃশ্যে মিমি আর নুসরাত একফ্রেমে ধরা দিতে চলেছেন। শুধু এটাই নয়, এ সিনেমায় দীর্ঘ দিন পর দেখা যাবে নুসরাত জাহান-অঙ্কুশ হাজরাকেও। তারাও একটা সময় ভালো বন্ধু ছিলেন।